ক্যাম্পাস প্রতিবেদক
করোনা সতর্কতায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পড়ায় সতর্কতার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে একটি জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের সকল ধরণের কার্যক্রম এবং আবাসিক হলগুলোও বন্ধ থাকবে বলে জানান।
এমডি/এমএইচ/বাংলাবার্তা