‘করোনা রোগী’ বলে রসিকতা; কৃষকের আত্মহত্যা


নিজস্ব প্রতিবেদক


মাগুরায় প্রতিবেশীরা ‘করোনা রোগী’ বলে রসিকতা করায় আতঙ্কিত হয়ে এক কৃষক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

গত সোমবার সদর উপজেলার বেরইলপলিতা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আসলাম হোসেন ওই গ্রামের আকরাম হোসেন মোল্লার ছেলে।


আসলামের বড় ভাই আবদুর রহমান জানান, তিনি ফজরের নামাজের পর ছাগল বাঁধতে মাঠে যান। সেখানেই একটি বাগানে মেহগনি গাছে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
আসলাম হোসেন চারদিন ধরে জ্বরে ভুগছিলেন। এ কারণে প্রতিবেশীরা তাকে ‘করোনা রোগী’ বলে রসিকতা করে। কিন্তু রসিকতা বুঝতে না পেরে আসলাম দুইজন ডাক্তারের কাছে যান এবং একইসঙ্গে দুইজনের দেয়া ওষুধ সেবন করেন। এতে জ্বর সেরে গেলেও মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়। এতে আতঙ্কে তিনি আত্মহত্যা করতে পারেন বলে জানান উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক রাজা।


এদিকে মাগুরা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা বলেন, আসলাম হোসেনের শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল না। তবুও বিষয়টি নিয়ে আইইডিসিআর-এর দায়িত্বশীলদের সঙ্গে আলাপ করেছি।


এমডি/ এমএইচ/ বাংলাবার্তা