করোনা মোকাবেলায় নিম্ন আয়ের মানুষের পাশে ‘রেডস্পট ফাউন্ডেশন’

নিজস্ব প্রতিবেদক


করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় নিম্ন আয়ের মানুষদের পাশে দাড়িয়েছে ‘রেডস্পট ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক সংগঠন।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) চট্টগ্রাম নগরীর অর্ধশতাধিক নিন্ম-আয়ের পরিবার ও দিনমজুরদের কাছে খাদ্য সামগ্রী ও হ্যান্ড স্যানিটাইজার পৌঁছে দিয়েছে সংগঠনটি।


এছাড়াও ফাউন্ডেশনের সদস্যরা প্রতিটি পরিবারকে হ্যান্ড স্যানিটাইজার ব্যাবহারের নিয়ম ও সতর্কতা অবলম্বনের ব্যাপারে জানিয়েছে। একইসাথে তারা পরিবারগুলোকে ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোঁয়ার জন্য উদ্বুদ্ধ করে। এবং কোভিড-১৯ মোকাবেলায় ঘরে থাকার প্রয়োজনীয়তা সহ বিভিন্ন বিষয়ে অবগত করে।


এইদিকে করোনা ভাইরাস প্রতিরোধে গত ১৬ মার্চ বন্ধ করে দেওয়া হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এরপর ২৫ মার্চ থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী সারা দেশের সবকিছু বন্ধ হয়ে যায়। কেবল জুরুরী সেবাগুলো চলমান রয়েছে। আর পুরো দেশ পরিণত হয়েছে নির্জন মরুতে। এমন পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষসহ শ্রমজীবিরা পড়েছেন বিপাকে। এমন পরিস্থিতিতে সংগঠনটির এই সহযোগীতা সামান্য হলেও সংকট মোকাবেলা করবে বলে মনে করছেন সংগঠনটির সদস্যরা।

প্রসঙ্গত,২০১৮ সাল থেকে নিরলস ভাবে সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করে আসছে সংগঠনটি ।


এমএম/ এমএইচ/ বাংলাবার্তা