করোনা প্রতিরোধে চট্টগ্রামে ছাত্রলীগের নানান উদ্যোগ



নিজস্ব প্রতিবেদক


করোনা ভাইরাস (কভিড-১৯) প্রতিরোধে চট্টগ্রাম নগরীর বিভিন্ন পয়েন্টে জীবাণু নাশক স্প্রে করেছে মহানগর ছাত্রলীগ। একইসঙ্গে সাধারন মানুষের সচেতনতায় মাইকিং এবং মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করেছে সংগঠনটি।


মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১ টা থেকে নগরীর নিউমার্কেট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এসময় বিশেষজ্ঞ ডাক্তারদের দেওয়া গুরুত্বপূর্ণ পরামর্শ নগরবাসীর সামনে তুলে ধরেন তারা।


মহানগর ছাত্রলীগ সূত্রে জানা যায়, ইতিমধ্যেই নগরীর প্রতিটি ওয়ার্ডে সিটি কর্পোরেশন নিবার্চনের জন্য গঠিত নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটিকে জনসচেতনতামূলক মাইকিং, মাস্ক, সেনিটাইজার, সাবান ও লিফলেট বিতরণের নির্দেশনা দিয়েছে সংগঠনটি।


এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক জাকারিয়া দস্তগীর, সম্পাদক মন্ডলীর সদস্য আলবিন নূর নাহিন, কার্যনির্বাহী সদস্য শেখর দাশ, আরাফাত রুবেল, ডাবলমুরিং থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিব হায়দার, আকবর শাহ থানা ছাত্রলীগ সভাপতি জুয়েল সিদ্দিকী ও ডাবলমুরিং থানা ছাত্রলীগ সহসভাপতি ওমর ফারুক।


এফএস/ এমএইচ/ বাংলাবার্তা