করোনা প্রতিরোধে কতটা সতর্ক চবি!

হাবীব আযাদ


বিশ্বের নানা দেশ যখন করোনা নামক ভাইরাসে আক্রান্ত তখন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাস মহামারী আকার ধারণ করলেও তুলনামূলক নিরাপদে অবস্থান করছে বাংলাদেশ। তবুও শঙ্কামুক্ত নয় বলে সবাইকে সতর্ক থাকার আহ্বান।

এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় অঙ্গনে যেকোন অনুষ্ঠান, র‌্যাগ ডে , নবীন বরণসহ সব ধরনের জনসমাগম সাময়িক স্থগিত করেছে চবি কতৃপক্ষ। এছাড়াও বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণের মধ্য দিয়ে সকল শিক্ষার্থীদের সতর্ক থাকার আহবান জানানো হয়।

গত বুধবার এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়া প্রয়োজন। এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে মন্ত্রনালয়ের নির্দেশ পেলে প্রয়োজনে বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণা করা হবে। এর আগ পর্যন্ত সকল শিক্ষার্থীকে পরিষ্কার পরিচ্ছন্ন ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এমএইচ/বাংলাবার্তা