করোনায় চলে গেলেন গরীবের ডাক্তার ওমর ফারুক

নিজস্ব প্রতিবেদক:
করোনা উপসর্গ নিয়ে গরীবের ডাক্তার খ্যাত মো. ওমর ফারুকের (৬০) মৃত্যু হয়েছে। তিনি  সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের নলতা শরীফ এলাকার বাসিন্দা। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় তিনি নিজস্ব বাস ভবন এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি পেশায় একজন গ্রাম্য ডাক্তার ও নলতা হাটখোলার শাহানা ফার্মেসির মালিক ছিলেন । তিনি ভাড়া শিমলা ইউপির মারকা-কুকোডাঙ্গা এলাকার নির্বাচিত সাবেক মেম্বর হিসেবেও অত্যন্ত জনপ্রিয় ছিলেন।
 
জানা যায় ডাক্তার ওমর ফারুক গত কয়েকদিন ধরে সর্দি, জ্বরসহ করোনার উপসর্গে ভুগছিলেন । উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানা যায় (২৭জুন) সকালে তার নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছিল ও তাকে সাতক্ষীরা মেডিকিলে ভর্তি করার জন্য পরামর্শ দেওয়া হয়েছিল।
এসএস/এমএইচ/বাংলাবার্তা