ফাহিম আহমেদ শাফায়াত
পটুয়াখালীর দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আকন বাড়ীর সোবহান হোসেনের ছেলে দুলাল হোসেন (৩২) করোনার লক্ষন নিয়ে মারা যায়। তার পরিবারের লোক এবং প্রতিবেশীরা জানায়, ” মারা যাবার পূর্বে তার তীব্র জ্বর ও গলা ব্যথা ছিল। পরবর্তীতে আইইসিডিআর এ স্যাম্পল পাঠালে তার করোনা পজিটিভ আসে।
জানা যায় গত তিন দিন আগে অসুস্থ অবস্থায় নারায়নগঞ্জ থেকে পালিয়ে আসেন।
করোনায় এই প্রথম পটুয়াখালীতে কারও মৃত্যু হলো। এই ঘটনায় পটুয়াখালীর লোকজন উদ্বিগ্ন ব্যাপক উদ্বিগ্ন। এমনকি জেলা প্রশাসক ও ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আজ সন্ধ্যায় জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর স্বাক্ষরিত একটি বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে করোনায় আক্রান্ত হয়ে দুলাল হোসেন নামের একজন মৃত্যুবরন করার কারনে সমস্ত দুমকী উপজেলা লকডাউন করা হল। আজ থেকে কোউ বাহিরে যেতে পারবে না এমনকি বাহিরের লোকজন ও দুমকীতে আসতে পারবে না।
এসএস/এমএইচ/বাংলাবার্তা