Friday, July 11, 2025
Homeআন্তর্জাতিককরোনায় মৃত্যু ১০ হাজারের বেশি, কতটা প্রস্তুত আমরা!

করোনায় মৃত্যু ১০ হাজারের বেশি, কতটা প্রস্তুত আমরা!

আন্তর্জাতিক ডেস্ক


প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে ভুগছে পুরো বিশ্ব। চীনের উহানে প্রথমে শনাক্ত হওয়া এ ভাইরাস এখন পর্যন্ত বিশ্বের ১৭৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। সময়ের ব্যবধানে এ ভাইরাসে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।


ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, পুরো বিশ্বে শুক্রবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০ হাজার ৪৮ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৮৪৯ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৮ হাজার ৪৩৭ জন।


এখন পর্যন্ত চীনে ৮০ হাজার ৯৬৭ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অপরদিকে মারা গেছেন ৩ হাজার ২৪৮ জন।
তবে চীনকে ছাড়িয়ে করোনায় মৃত্যুর ঘটনায় এখন সবার ওপরে রয়েছে ইতালি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরো ৪২৭ জনের মারা গেছেন।

এ নিয়ে ইউরোপের দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৫ জনে। গত বুধবার ইতালিতে একদিনে প্রাণ হারিয়েছিলেন ৪৭৫ জন কোভিড-১৯ রোগী। এখন পর্যন্ত এটাই যেকোনো দেশের জন্য একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

তবে করোনার এমন ভয়াবহ পরিস্থিতিতে কতটা প্রস্তুত বাংলাদেশ, সেটাই এখন বড় প্রশ্ন। প্রস্তুতির চেয়ে আক্রান্ত বেশি হলে মৃত্যুপুরিতে রুপ নিতে পারে জনবহুল এই বাংলাদেশ।


এমডি/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments