নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
বুধবার রাজধানীর মহাখালীর আইইডিসিআরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে প্রতিদিনের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে সত্তর বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। তিনি ডায়েবেটিস ও কিডনি সমস্যায় আক্রান্ত ছিলেন। তাকে আইসিইউতে রাখা হয়েছিল।
তিনি বলেন, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ জনে। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। এদের এক ব্যক্তির উচ্চ রক্তচাপ রয়েছে। আরেকজন স্ট্রোকের রোগী। বাকিরা মোটামুটি সুস্থ আছেন।
তিনি আরো বলেন, আইসোলেশনে ১৬ ব্যক্তিকে রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৪২ ব্যক্তিকে।
এ সময় করোনা নিয়ে হটলাইনে অপ্রয়োজনীয় ফোন দেবেন না বলে জানান ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, তথ্য এসেছে- আমাদের হটলাইনগুলোতে করোনাভাইরাসের সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন অনেক ফোনও আসে। সে সব অপ্রয়োজনীয় ফোনের কারণেই আমাদের হটলাইন অনেক সময় ব্যস্ত দেখায়। তাই অপ্রয়োজনে হটলাইনে ফোন না দিলেই ভালো হয়।
এমডি/এমএইচ/ বাংলাবার্তা