কক্সবাজারে ১ কোটি ৫০ লক্ষ টাকার ইয়াবাসহ আটক ২

বিশেষ প্রতিনিধিঃ

কক্সবাজার জেলায় ৩০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ডাম্পার গাড়িও জব্দ করা হয়।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের লিংকরোড মুহুরী পাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব।

আটককৃতরা হলেন, বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালার মো. মনসুর আলীর পুত্র মোঃ ফয়েজ উল্লাহ ও একই এলঅকার মৃত রশিদ আহম্মেদের পুত্র মোঃ আব্দুল গফুর।

এ বিষয়ে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, মুহুরীপাড়াস্থ কেএম কমপ্লেক্স এন্ড রেসিডেন্স মার্কেটের সামনে র‌্যাবের চেকপোষ্ট পরিচালনার সময় একটি ডাম্পার গাড়ি থেকে নেমে পালানোর সময় দুই মাদক পাচারকারীকে আটক করে র‌্যাব সদস্যরা। পরে ওই ডাম্পারটিতে তল্লাশি চালিয়ে এবং আটক আসামীদের দেয়া তথ্যমতে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লক্ষ টাকা।

বাংলাবার্তা/এমএম