নিজস্ব প্রতিবেদক
অসহায় সুবিধাবঞ্চিত মানুষ এবং এতিম শিশুদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেছে “ভয়েস অব হিউম্যানিটি ফাউন্ডেশন”।
শুক্রবার (১৩ই মার্চ) কক্সবাজার জেলা শহরের অর্ধশত অসহায় পরিবার ও সুবিধাবঞ্চিত শিশুদের হাতে কাঁচা খাবার তুলে দেয় সংগঠনটি।
ভয়েস অব হিউম্যানিটি ফাউন্ডেশন এর আয়োজকরা জানান, ধনী গরীবের ফারাক কমানো এবং সমাজের উন্নতির লক্ষ্যে আমাদের সংগঠনটি শুরু থেকে কাজ করে যাচ্ছে। সুবিধাবঞ্চিত মানুষদের সহযোগিতা করতে সারাবছরব্যাপী নানাবিধ কার্যক্রম অব্যাহত থাকে। তারই ধারাবাহিকতায় আজকের খাদ্যদ্রব্য বিতরণ। আগামীতেও এধরণের উদ্যোগ নিয়মিত করার আশাবাদ ব্যক্ত করেন তারা।
এমডি/এমএইচ/বাংলাবার্তা