কক্সবাজারে জেলেদের হাতে মারা যাচ্ছে খেলতে আসা ডলফিন!


নিজস্ব প্রতিবেদক
পর্যটকশূন্য কক্সবাজার সমুদ্র সৈকতে খেলা করতে এসে জেলেদের জালে আটকা পরে মারা যাচ্ছে বিরল প্রজাতির ডলফিন। গত দুই দিনে টেকনাফ উপকূলে ভেসে এসেছে দুইটি বিশাল আকৃতির ডলফিন। অথচ কয়েকদিন আগেও কক্সবাজার সমুদ্র সৈকতে বিরল ডলফিন দল বেঁধে খেলা করতে দেখা গেছে।


স্থানীয়রা জানান, মাছ ধরার জন্য জেলেরা সাগরের ডলফিনের চারপাশে জাল দিয়ে ঘিরে ফেলে। এসময় জেলেদের জালে আটকা পড়ে ডলফিনগুলো মারা যাচ্ছে। আজ শনিবার বিকেলে কক্সবাজারের টেকনাফের শাপলাপুর সৈকতেও একটি বড় মৃত ডলফিন ভেসে আসে। ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।


এমএম/এমএইচ/ বাংলাবার্তা