কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে হিজড়া ভাংচুর চালিয়েছে।
আজ সোমবার বিকেলের দিকে এ ঘটনাটি ঘটে। এতে কর্তব্যরত নার্স আবুল খায়ের আহত হয়েছেন। এ সময় তারা আবুল খায়েরের নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
এদিকে, এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি বিভাগে ভাংচুরের অভিযোগ এনে লাকসাম থানায় অভিযোগ দায়ের করেছেন।
লাকসাম থানার (ওসি) নিজাম উদ্দিন বলেন, আজকে হাসপাতালে হামলার খবর পেয়ে সাথে সাথেই সেখানে পুলিশ পাঠায়। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল আলী বলেন, হঠাৎ করে বেশ কিছু হিজড়া বিষ সেবন পানকারী এক হিজড়া রোগীকে নিয়ে হাসপাতালের আসে। পরে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহিনুর আক্তার পরীক্ষা শেষ করে নার্স মোঃ আবুল খায়ের ওই রোগীকে জিজড়াদের ওয়াশ করার পরামর্শ দিতেই তারা তার উপর ক্ষিপ্ত হয়ে হামলা করে। এসময় হিজড়ারা জরুরি বিভাগে ব্যাপক ভাংচুর চালায়।
বার্তা-রাজ্জাক/১৭.০২.১৯