চবি প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু জাহেদ।
সোমবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্ট অংশ নিয়ে ২০ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হন তিনি।
বিভিন্ন ইভেন্টের মধ্যে গোলক নিক্ষেপে প্রথম স্থান, চাকতি নিক্ষেপে প্রথম স্থান, ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান, দীর্ঘলাফে প্রথম স্থান অর্জন করেন।
এর আগে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এসময় হলের প্রভোস্ট, আবাসিক শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।