একুশের প্রথম প্রহরে কুবি পরিবারের শ্রদ্ধা নিবেদন

কুবি প্রতিনিধিঃ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন পরিবারের সদস্যরা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথমে ‘আমার ভাইয়ের রক্তে রাঙা একুশে ফেব্রুয়ারি’ গানের পর রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর নেতৃত্বে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহেরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিনরা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে একে একে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের বিভন্ন বিভাগসমূহ, সাংবাদিক সমিতি, শাখা ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গসংগঠন সমূহ শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন থিয়েটারের প্রযোজনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মুনীর চৌধুরীর কবর নাটকটি প্রদর্শিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের দৌহিত্রী এবং সংসদ সদস্য আরমা দত্ত।