এই ছুটিতে একা ঘুরলেই শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় কোনো শিক্ষার্থী অভিভাবক ছাড়া একা একা বাইরে ঘোরাফেরা করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে একথা জানানো হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ব্রিফিং করেন।

তিনি বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

একই সঙ্গে নির্দেশনা দেয়া হয়েছে অভিভাবকেরা নিশ্চিত করবেন যে তাদের ছেলেমেয়েরা একাকী যেন বাইরে ঘুরে না বেড়ায়। তাদের ছুটি দেয়াই হচ্ছে সেফটির জন্য।

‘বাইরে ঘোরাফেরা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

একা একা যেন বাইরে না যায়, অভিভাবকদের সঙ্গে যেতে পারে। ’

এমএম/এমএইচ/বাংলাবার্তা