উখিয়ায় করোনায় মৃত ব্যক্তির দাফনের দ্বায়িত্ব নিবে ছাত্রলীগ নেতা বাপ্পী

নিজস্ব প্রতিবেদক


কক্সবাজারের উখিয়ায় করোনায় অাক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার দাফনের দায়িত্ব পরিবার বা অন্য কেউ না নিলে তার দাফন-কাপনের যাবতীয় দ্বায়িত্ব নিবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগ নেতা এস এ বাপ্পী। পাশাপাশি কেউ অনাহারে থাকলে তারও খাবারের ব্যবস্থা করবেন তিনি।


শনিবার (১১ এপ্রিল) এ বিষয়ে তিনি তার ব্যক্তিগত ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এই দ্বায়িত্ব নেয়ার কথা জানান।


এতে তিনি লিখেন, সম্মানিত উখিয়াবাসী, অামি এস এ বাপ্পী অাপনাদের উখিয়ার সন্তান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন নগন্য কর্মী।
অাল্লাহ না করুক, উখিয়ায় যদি কেউ করোনা রোগে অাক্রান্ত হয়ে মারা যায় তাঁর দাফনের দায়িত্ব তার পরিবার বা কেউ না নেন দয়াকরে অামাকে বলবেন অামি মৃত ব্যক্তির দাফনের দায়িত্ব নিবো।


পাশাপাশি অারেকটা কথা বলতে চাই যদি অামার অাশেপাশের মধ্যবিত্ত পরিবারের কেউ অনাহারে থাকেন কাউকে বলতে পারছেন না প্লীজ অামাকে এই নাম্বারে 01859896917 কল বা ম্যাসেজ দিবেন অামি অাপনাদের কাছে পৌছে যাব।সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করা হবে।
দয়া করে সবাই নিজ বাসায় থাকুন,নিজে এবং পরিবার নিয়ে সুস্থ থাকুন।সরকারি নির্দেশনা মেনে চলুন।


এমএম/ এমএইচ/ বাংলাবার্তা