আন্তর্জাতিক ডেস্ক
করোনা সংক্রমণের মধ্যে মুসলমানদের চির শত্রু দেশ ইসরায়েলে চিকিৎসাসামগ্রী পাঠাতে অনুমোদন দিয়েছে তুরস্ক। বিনিময়ে কোনো ধরনের বিলম্ব ছাড়াই তুর্কিশ সহায়তা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে অনুমোদন দেবে ইসরায়েল।
এসব সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে, ফেইস মাস্ক, সুরক্ষা পোশাক ও জীবাণুমুক্ত গ্লোভস। গত কয়েক বছর ধরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভালো না থাকলেও মানবিক কারণে চিকিৎসাসামগ্রী বিক্রির অনুমোদন দিয়েছে তুর্কি সরকার।
কর্মকর্তারা বলেন, আগামী কয়েক দিনের মধ্যে ফিলিস্তিনিদের চিকিৎসা সহায়তা পাঠাবে তুরস্ক। এখন পর্যন্ত ইসরায়েলে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫০৫ জন এবং মৃত্যু হয়েছে ৯৫ জনের।
এমএম/এমএইচ/ বাংলাবার্তা