আনোয়ারা প্রতিনিধিঃ
চট্টগ্রামের আনোয়ারা পিএবি সড়কে ট্রাক-সিএনজি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৪ জন আহত হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) বিকাল ৫ টায় পিএবি সড়কের বড়উঠান এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, মো. রবিউল (৪৫), তাঁর স্ত্রী সুখি আক্তার (৪০), ছেলে মো. সবুজ (১২) ও সিএনজি চালক আনোয়ারার শিলাইগড়া এলাকার আবু তাহের (২৮)। তারা সবাই গুরুতর আহত হন। আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রবিবার বিকালে উপজেলার উত্তর হাজিগাঁও এলাকার মো. রবিউল (৪৫) পরিবারের সদস্যদের নিয়ে সিএজি অটোরিকশা যোগে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে পিএবি সড়কের কর্ণফুলী উপজেলার বড় উঠান এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এ দূর্ঘটনা ঘটে।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মেজবাহ বলেন, দূর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এতে সুখি আকতার ও সিএনজি চালক তাহেরের অবস্থা গুরুতর।