আজ আবারও ফিরে এলো সেই শোক গাঁতা দিন!

বিশেষ প্রতিনিধিঃ

বীর চট্টলার সিংহ পু্রুষ খ্যাত আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরীর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী আজ রোববার। চট্টগ্রাম বাসি এখনো সেদিনটিকে ভুলতে পারেনি। পারবেও না।

২০১৭ সালের এই দিনে (১৫ ডিসেম্বর) চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চট্টলবীর।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময়। ১৯৯৪ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। ২০০৫ সালে তৃতীয়বারের চট্টগ্রামের মেয়র নির্বাচিত হন।

এ মহান নেতার মৃত্যুবার্ষিকীতে নানান কর্মসূচি হাতে নিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

১৯৪৪ সালের ১ ডিসেম্বর চট্টগ্রামের রাউজানের গহিরা গ্রামে জন্মগ্রহণ করেন চট্টলবীর এ বি এম মহিউদ্দিন চৌধুরী। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর। বঙ্গবন্ধুর পাশে থেকে সাড়া দিয়েছেন নানান আন্দোন সংগ্রামে। একাত্তর ও পঁচাত্তরের মত কঠিনতম সময়েও রাজপথে ছিলেন তিনি।