অবশেষে করোনা এসে মুক্ত করলো খালেদা জিয়াকে!

নিজস্ব প্রতিবেদক


দেশজুড়ে যখন করোনা আতঙ্ক তখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ছয় মাসের সাজা স্থগিত করে এই সময়ের জন্যই তাকে মুক্তি দেওয়া হচ্ছে।


মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে গুলশানের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক।


আইনমন্ত্রী বলেন, যে কোন সময় তাকে ছয় মাসের জন্য মুক্তি দেয়া হবে। এ সংক্রান্ত সুপারিশ করে আইন মন্ত্রণালয় থেকে ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এসময় তিনি বাসায় চিকিৎসা নিতে পারবেন। তবে বিদেশ যেতে পারবেন না। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন দিলেই খালেদা জিয়া মুক্তি পাবেন। এটি বয়স বিবেচনায় সরকারের সিদ্ধান্ত।


এদিকে এমন সময়ে দেশের কার্যত প্রধান বিরোধী দলের চেয়ারপারসনের মুক্তি দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। সংশ্লিষ্টরা বলছেন পরিস্থিতি বিবেচনায় সরকার শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে।

এফএস/এমএইচ/বাংলাবার্তা