নিজস্ব প্রতিবেদকঃ
লালমনিরহাট সদর হাসপাতালের এক সহকারীর ও পাটগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়ছে।
বৃহস্পতিবার রাত ৮ টার দিকে লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় আরও দুই জনের করোনা পজিটিভের তথ্য নিশ্চিত করেন।
শনাক্তরা হলেন, পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজির আলম (৩৬) ও লালমনিরহাট সদর হাসপাতালের অফিস সহকারী মোরশেদুল দুলাল (৪০)।
লালমনিরহাট সিভিল সার্জন অফিস সুত্রে জানান, শনাক্ত চিকিৎসক ও সদর হাসপাতালে সহকারীর শরীর থেকে গত ৯ মে রক্ত, কফ ও ঘাম সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুই জনের করো পজিটিভ আসে।
এ নিয়ে জেলায় মোট ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো। তবে এদের মধ্যে দুজন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।
এসএস/এমএইচ/বাংলাবার্তা