নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের মহামারী কাটিয়ে ওঠা চীন তার সাহায্যের হাত বাড়িয়েছে বিশ্বজুড়ে। এর ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারকেও টেস্টিং কিট ও ব্যক্তিগত সুরক্ষা পোশাক (পিপিই) দিচ্ছে দেশটি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর নাগাদ বিশেষ বিমানে বাংলাদেশে পৌঁছবে অতি জরুরি এসব চিকিৎসা সামগ্রী।
মঙ্গলবার (২৪ মার্চ) বাংলাদেশে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এবং কাউন্সেলর ইয়ান হুয়া লং এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ১০,০০০ টেস্টিং কিটস এবং ১০,০০০ ডাক্তার ও নার্সদের ব্যবহারের পোশাক নিয়ে বিশেষ বিমানটি পৌঁছাবে ২৬ তারিখ দুপুর নাগাদ।
তিনি আরও জানান, দ্বিতীয় আরেকটি চালান আসবে আগামী ২৯ তারিখে। বাংলাদেশ সরকার অন্যজায়গা থেকে কিছু পরিমাণ এইসব সামগ্রী ক্রয় করে বিতরণ শুরু করেছে ইতিমধ্যে। গণচীনের সহায়তা করোনা প্রতিরোধ এবং চিকিৎসায় অনেক গতি আনবে।
এমএম/এমএইচ/বাংলাবার্তা