সকল ভাষা সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা। পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন প্রান্তে, বিভিন্ন ভাষায় যোগাযোগ করেন বিশাল জনগোষ্ঠী। বিশ্বব্যাপী ইংরেজি ভাষার দাপটের কারণে বাংলাদেশেও গড়ে উঠেছে তিন শতাধিক ইংলিশ মিডিয়াম স্কুল, যেগুলোর ছাত্র সংখ্যা প্রায় ৪ লক্ষ। যারা পাশ করে বের হয়েছেন, তাদের সংখ্যা আরও কয়েক লক্ষ। এদের অনেকেই বিদেশে থাকেন। কেউ কেউ বাংলাদেশে থাকলেও সারাক্ষণ ইংরেজি চর্চা করেন। ইংলিশ মিডিয়াম স্কুলের কিছু শিক্ষক বিজ্ঞান মনস্কতার কথা বলে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের শিশু সন্তানদের ধর্মবিরোধী করে তুলছে, নাস্তিকতার শিক্ষা দিচ্ছে। ধর্মীয় ভাবধারায় গড়ে ওঠা ইংলিশ মিডিয়াম স্কুলের সংখ্যা খুব কম হওয়ায় অনেক মুসলিম শিশু ধর্মহীন চেতনা নিয়ে বেড়ে উঠছে। সমাজের এ গুরুত্বপূর্ণ অংশকে আলেমসমাজ এড়িয়ে যেতে পারেন না। এদেরকে নাস্তিকতার কবল থেকে রক্ষা করা আমাদের ঈমানী দায়িত্ব। যে সকল আলেম ইংরেজি ভাষায় পারদর্শী, তারা ইংলিশ মিডিয়াম মাহফিলের আয়োজন করবেন, ইংরেজিতে নানা ধরনের ইসলামী অনুষ্ঠানের আয়োজন করবেন। অভিভাবকদের আরও সচেতন হতে হবে। স্কুলের সিলেবাসে এবং পাঠদানের কোথাও ধর্মবিরোধী আলোচনা হলে, তার বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে হবে। স্কুলে নামাজের ব্যবস্থা ও সুযোগ করে দিতে হবে এবং ধর্মীয় শিক্ষা দিতে হবে।
(লেখক, মোহাম্মদ শহিদুল হক
সহযোগী অধ্যাপক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চবি)