করোনায় একদিনেই ৯৬৫ জনের মৃত্যু, ‘রেকর্ড’

আন্তর্জাতিক ডেক্স

মহামারি করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে বিশ্ব। এই ভাইরাসের অস্তিত্ব ১৭৩টিরও বেশি দেশ ও অঞ্চলে শনাক্ত হয়েছে। এরই মধ্যে করোনায় একদিনেই বিশ্বে রেকর্ডসংখ্যক মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছেন ৯৬৫ জন।
এ হিসাবে করোনায় আক্রান্ত হয়ে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা ৮ হাজার ৯৬১ জনে দাঁড়িয়েছে। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা ৮৫ হাজার ৬৭৩ জন।

বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৮৭ জন। এ ভাইরাসে শুধু চীনের মূল ভূখণ্ডেই আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৯২৮ এবং মারা গেছেন ৩ হাজার ২৪৫ জন। এরপরই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ইতালিতে। সেখানে এখন পর্যন্ত ২ হাজার ৯৭৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৭১৩ জন। ইরানে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৩৬১ এবং মারা গেছেন ১ হাজার ১৩৫ জন।

চীনের উহান শহরে গত ৩১ ডিসেম্বর করোনাভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত হয়। নিউমোনিয়ার মত লক্ষণ নিয়ে নতুন এ রোগ ছড়াতে দেখে চীনা কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে। এরপর ১১ জানুয়ারি প্রথম একজনের মৃত্যু হয়। ঠিক কীভাবে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়েছিল- সে বিষয়ে এখনো নিশ্চিত নন বিশেষজ্ঞরা।

এমডি/এমএইচ/বাংলাবার্তা