করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসক ঢাকায়

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
 
নিজস্ব প্রতিবেদক:
 

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের চিকিৎসক এমদাদ উল্লাহ খানকে করোনা উপসর্গ নিয়ে এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানা যায়। তিনি মমেকের মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক।

 
শনিবার (১৩ জুন) বিকেল ৪ টার দিকে তাকে বহনকারী বিমানবাহিনীর এয়ার এম্বুলেন্সটি ঢাকার পথে উড্ডয়ন করে। ডা. এমদাদ উল্লাহ খানকে রাজধানীর শেখ রাসেল গেস্ট্রোলিভার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
 
মেডিসিন বিভাগের রেজিষ্ট্রার ডা. মহিউদ্দিন খান মুন জানান, অসুস্থ চিকিৎসকের তিনদিন আগে করোনা পরীক্ষা করা হয়েছিলো, সেটির ফলাফল নেগেটিভ আসে। তবে তার করোনা উপসর্গ থাকায় এবং অবস্থা অবনতি হওয়ায় আজ আবার নমুনা পরীক্ষার জন্য মমেক ল্যাবে দেয়া হয়েছে।

এসএস/এমএইচ/বাংলাবার্তা