লেখক, রিয়াজ হায়দার চৌধুরী
একটি শহর নীরব কাঁদে
নীরব কাঁদেন ভক্তরা
গোপন চোখে নতুন পথে
হাইব্রিড আর নব্যরা।
একটি শহর রূপের নোলক
গ্রীণ সিটিতে আলোর ঝলক
বিলবোর্ডহীন সুইমিংপুল
সন্ত্রাসহীন শান্তির কোল।
সংযম আর উদারতা
বিভক্তিহীন সরলতা
সাধ্যের সব দিলেন যে বীর
তার নামটা আ জ ম নাছির।
তবু হাজার নীল কালিমা
আজাইরা সব সমালোচনা
বিষন্নতা উড়িয়ে হাসেন
সেলফি তোলেন কষ্ট ভুলেন।
আমরা জানি তার আড়ালে
বুকের চাপটা যেমন
তার চে বেশি নেত্রী জানেন
অভিমানী শেরপা নাছির কেমন।
এমন করে হাসতে জানা
এই শহরে আর কেউ নাই
শহর মূলক চাটঁগা কাঁদে
হাসেন নাছির ভাই।
এসএস/ এমএইচ/ বাংলাবার্তা