আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে। এমন সময়েই ফের সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থটি বলছে, সব দেশ কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে না পারলে বিশ্বে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে।
সোমবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদরদফতরে আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস এমনটাই জানিয়েছেন।
তেদ্রোস আধানম বলেন, করোনা মহামারি মোকাবেলায় বিশ্বের বেশিরভাগ দেশই ভুল পথে চলছে। তাই প্রতিনিয়তই বাড়ছে সংক্রমণের সংখ্যা। প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে প্রাথমিক পদক্ষেপ এবং যথা সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়া সবচেয়ে জরুরি। এজন্য বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, এই ভাইরাস গণমানুষের এক নম্বর শত্রু হয়ে থেকে যাচ্ছে। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে মৌলিক স্বাস্থ্যবিধি না মানা হলে এই মহামারী চলতে থাকবে। পরিস্থিতি খারাপ থেকে খারাপ এবং আরো খারাপের দিকে যাবে।
এমডি/এমএইচ/বাংলাবার্তা