বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক

97
তাওহীদুল ইসলাম তুষার (1)
তাওহীদুল ইসলাম তুষার (1)
নিজস্ব প্রতিবেদকঃ
”পথিমধ্যে টমটমে যাতায়াতের সুবাদে পরিচয় হয় ছেলেটির সাথে।এরপর নিয়মিত মোবাইলে তাদের ভাব বিনিময় হতো ।একপর্যায়ে প্রেমে গড়ায় তাদের সম্পর্ক।পরে ছেলেটির কথার ফাঁদে পড়ে নিজেকে সমর্পন করে দেয় তার নিকট।মিথ্যে বিয়ের আশ্বাস দিয়ে প্রেমের অভিনয় করে টানা তিন বছর একই ছাদের নিচে বসবাস করে তারা।”
সম্প্রতি গণমাধ্যমকর্মীদের কাছে এসে অভিযোগ করেন এক নারী ভুক্তভোগী।
অভিযুক্ত তাওহিদুল ইসলাম তুষারের বাড়ি মহেশখালী থানার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি গ্রামে।পিতা আমান উল্লাহ তোঁতা,মাতা কালারমারছড়া ইউনয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের বর্তমান সংরক্ষিত আসনের মহিলা মেম্বার।
ছেলেটি চাকরী ও পড়াশোনার খাতিরে বসবাস করেন কক্সবাজারের বিজিবি ক্যাম্প এলাকায়।
এসময় ভুক্তভোগী বলেন,অভিযুক্ত বিভিন্ন সময় নানান অজুহাত দেখিয়ে প্রায় ১ লক্ষ টাকাও হাতিয়ে নেয়।
তিনি আরো জানান, ছেলেটির সম্মতিতে তিনি এখন ৭ মাসের অন্তঃসত্ত্বা।বর্তমানে তুষার নামের এই প্রতারক আত্মগোপনে রয়েছেন।
এদিকে মেয়েটি তার অনাগত বাচ্চাটির পিতার স্বীকৃতি পেতে কক্সবাজার সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানিয়েছেন।
এফএম/বাংলাবার্তা