ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল ও মুরগী বিতরণ করলো পঞ্চগড় প্রশাসন

ভিক্ষৃকদের মাঝে ছাগল বিতরণ
ভিক্ষৃকদের মাঝে ছাগল বিতরণ
নিজস্ব প্রতিবেদক:
 
পঞ্চগড় সদর উপজেলার ১৮৫ জন ভিক্ষুকের হাতে ছাগল, মুরগী এবং মুরগী পালনের ঘর তুলে দেয়া হয়েছে। ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে কিছু ভিক্ষুককে ভ্রাম্যমান দোকানও দেয়া হয়েছে ।
 
সোমবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ৪’শ ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেয়া হয়েছে। ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম।
 
এ সময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুদর্শন কুমার রায়সহ জেলা ও উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
এছাড়া পঞ্চগড়ের স্কুল থেকে দূরের দরিদ্র ও মেধাবী ১৭’শ ছাত্রীকে বিদ্যালয়ে যাতায়াতের জন্য বাইসাইকেল বিতরণ করছে জেলা প্রশাসন। মুজিব বর্ষ উপলক্ষে জেলার পাঁচ উপজেলায় এলজিএসপি-৩ প্রকল্প থেকে সকল ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৭’শ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণের উদ্যোগ নেয়া হয়।

এসএস/এমএইচ/বাংলাবার্তা