নিজস্ব প্রতিবেদক: ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যে ৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়েছে। শনিবার (০৫ নভেম্বর) সকাল ১০টায় নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, বিশেষ অতিথি কবিরহাট পৌরসভা মেয়র জহিরুল হক রায়হান। উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম এবং ফরিদা ইয়াসমিন।
চাপরাশিহাট বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুস সাত্তার ফারুক বলেন, আমরা প্রতি বছর এই সমবায় দিবসটি পালন করে থাকি। আমরা সমিতির মাধ্যমে যে উন্নয়ন করতে পারি, অন্য কোনও সংস্থার পক্ষে সম্ভব না। চাপরাশিহাট বণিক সমবায় সমিতির মাধ্যমে আমরা দরিদ্র জনগোষ্ঠীকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি। তাই আমরা সকলে মিলে যাতে দরিদ্রদের পাশে দাঁড়াতি পারি।
নবারুণ সমবায় সমিতির সাবেক সভাপতি সৈয়দ আবুল মোত্তাসিম বলেন, বাংলাদেশ সমবায়ের আজ ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী। সমবায় হলো একধরনের টিম ওয়ার্ক। আমরা চাইলে সমবায়ের মাধ্যমে দেশকে উন্নয়নের পথে নিতে পারি। বঙ্গবন্ধু বাঙালি জাতির উন্নয়নের জন্য সমবায় পদ্ধতি চালু করেছে। কিন্তু এই সমবায়কে অস্ত্র হিসেবে ব্যবহার করে অনেকগুলো সমবায় গড়ে উঠে আবার হারিয়ে গেছে। অনেকে সমবায়ের টাকা নিয়ে আর পরিশোধ করেন না। তাদের বিরুদ্ধে সমবায় যদি কোনও ব্যবস্থা নেয়, সেক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।
নবারুণ সমবায় সমিতির সাবেক ভাইস চেয়ারম্যান জহুরুল হক জহির বলেন, সমবায় সমিতির সাধারণ সদস্যরা সমিতির কোনও ক্ষতি করেন না। যারা কার্যনির্বাহী পরিষদে থাকেন, তারাই মূলত সমিতির ক্ষতি করেন। নির্বাচনের মাধ্যমে সমিতির বিভিন্ন পদে আসার পর তারা নিজেদের কথা রাখেন না। মানুষকে ঋণ দেয়ার পরিবর্তে তারাই মোটা অংকের ঋণ নিয়ে সেটা পরিশোধ করেন না সহজে। এভাবে চলতে থাকলে সমবায় সমিতিগুলো তাদের জৌলুশ হারাবে। তাই প্রশাসনের উচিৎ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া।
এছাড়াও কবিরহাট উপজেলা সমবায় অফিসার, ভূঁইয়ার হাট ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতিসহ অনেকে বক্তব্য রাখেন।
এমএইচ/বাংলাবার্তা