আইসিটি ক্যাডার প্রতিষ্ঠা সহ বিসিএস এর ৫ দাবি

নিজস্ব প্রতিবেদক: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রীর নিকট আইসিটি ক্যাডার প্রতিষ্ঠা সহ ৫টি দাবি জানিয়েছে বাংলাদেশের আইসিটি পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস)।

বুধবার (০১ ডিসেম্বর) সকাল ৯টায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর সাথে সৌজান্য সাক্ষাত করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

এসময় বাংলাদেশ কম্পিউটার সোসাইটির পক্ষ থেকে ৫টি দাবি জানানো হয়।
১) ডিজিটাল সেবা জনগনের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনতিবিলম্বে আইসিটি ক্যাডার প্রতিষ্ঠা করা।
২)  ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারের বিভিন্ন আইসিটি সংক্রান্ত নীতিনির্ধারণী কাজে বাংলাদেশ কম্পিউটার সোসাইটিকে সম্পৃক্ত করা।
৩)  বাংলাদেশ কম্পিউটার সোসাইটির জন্য কম্পিউটার কাউন্সিল, জনতা টাওয়ার, হাইটেক পার্কে অথবা সুবিধাজনক যেকোনো স্থানে স্থায়ী জায়গা বরাদ্দ দেওয়া।
৪)  আইসিটি পেশাদারিদের প্রথম শ্রেণীর পেশাজীবীর সমমর্যাদা নিয়ে যাতে কর্মস্থলে কাজ করতে পারে, আইসিটি নীতিনির্ধারণী কাজে নিজ নিজ প্রতিষ্ঠানে যুক্ত হতে পারে ও যথাসময়ে পদন্নোতি পায় সে বিষয় নিশ্চিত করা।
৫) রিক্রুটমেন্ট রুলস ৮৫ অনুযায়ী আইসিটি চাকুরীর ক্ষেত্রে সোসাইটির সার্টিফিকেটের প্রয়োজনীয়তা পুনর্বহাল রাখা।

এসময় উপস্থিত ছিলেন, সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুর রহমান খান জিহাদ, সহ-সভাপতি প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া , সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম-মহাসচিব ফাহাদ জামান চৌধুরী, যুগ্ম-মহাসচিব শাহরিয়ার হোসেন খান ফরহাদ, কাউন্সিলর আবু জাফর মিয়া, শহীদ আলম, শরিফুল আনোয়ার, মো. আহসানুল আল জান্নাত, মো. নাজমুল হুদা মাসুদ ও মো. জারাফাত ইসলাম।

এমএইচ/বাংলাবার্তা