শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ জানা যাবে ২৫ আগস্ট

137
নিজস্ব প্রতিবেদক:
 
৩১ আগস্টের পর বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে কি না এই বিষয়ে ২৫ আগস্ট সিদ্ধান্ত নেয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ নিয়ে এখনো সাবধান থাকতে চাচ্ছে তারা। তাই সেপ্টেম্বর মাসের শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে কি না সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। এজন্য ২৫ আগস্ট একটি সভা ডাকা হয়েছে।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।
 
সচিব মাহবুব হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ব্যাপারে অনেক মতামত আসছে। আমরা সাধারণত কাছাকাছি সময়ে গিয়ে সিদ্ধান্ত ঘোষণা করি। ২৫ তারিখের পর পরের দফা সিদ্ধান্ত আসবে।
 
উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষার তারিখ নেয়া প্রসঙ্গে সচিব বলেন, এইচএসসি পরীক্ষা কোনো গোপন বিষয় নয়। পরীক্ষা যখন হবে তার আগে প্রকাশ্যে তারিখ করা হবে। কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার তারিখ ঘোষণা করবে। এই পরীক্ষা নিয়ে গুজব ছড়ানোর কোনো যৌক্তিকতা নেই।
 
এমডি/এমএইচ/বাংলাবার্তা