আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র কোরআন নিয়ে ইয়াহুদিদের ভুল ভাঙাতে এবার হিব্রু ভাষায় কোরআন শরীফ অনুবাদের উদ্যোগ নিয়েছে মিসর। মুসলিম এ ধর্মগ্রন্থ নিয়ে ইয়াহুদি প্রাচ্যবিদরা ভুল ব্যাখ্যা দেওয়ায় মিসর এ উদ্যোগ গ্রহণ করেছে। দেশটির স্থানীয় সময় বুধবার মিসরের প্রতিভা ও বৃত্তি বিষয়ক (এনডোমেন্ট) মন্ত্রণালয় এ প্রকল্প গ্রহণের কথা জানায়। খবর আরব নিউজের।
মিসরের প্রতিভা ও বৃত্তি বিষয়ক (এনডোমেন্ট) মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে জানায়, হিব্রু ভাষায় আগে ইয়াহুদিরা পবিত্র কোরআনের যে অনুবাদ করেছে, তাতে অনেক ভুল আছে। এ কারণে ইয়াহুদিদের ভুল ভাঙানোর জন্য এবার সঠিক তথ্যসহ হিব্রু (ইসরাইলের ভাষা) ভাষায় পবিত্র কোরআন অনুবাদের উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন… যে দোয়া পড়লে সমুদ্রের ফেনা পরিমান গুনাহ আল্লাহ মাফ করে দেন
এ প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ মোক্তার গোমা বলেন, আমরা বেশ উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি যে, আগের হিব্রু ভাষায় অনুবাদ করা কোরআন শরীফে অনেক ভুল ব্যাখা দিয়েছেন ইয়াহুদি প্রাচ্যবিদরা। এ কারণে বিশ্বের এক কোটি ৪০ লাখ হিব্রুভাষী ইয়াহুদির মধ্যে পবিত্র কোরআনের সঠিক বাণী পৌঁছে দেওয়ার জন্য এ উদ্যোগ গ্রহণ করেছে মিসর।
এমডি/এমএইচ/বাংলাবার্তা