বিশ্ব স্বাস্থ্য সংস্থার রকমারি বক্তব্যে আপনি কনফিউজ, নাকি গুলিয়ে ফেলছেন?

হাসি, হাসতে ভালোবাসি
হাসি, হাসতে ভালোবাসি
বিনোদন ডেস্ক:
করোনা ভাইরাস সংক্রমণের শুরুতে এর গতিবিধি বুঝতে না পারায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অক্ষমতা আর প্রস্তুতির ত্রুটি এখন বিশ্বের মানুষের মুখে মুখে। তাই ছন্দ হারিয়েছে বক্তব্যের ক্ষেত্রেও। সারা পৃথিবীর মানুষ এই মহামারিতে যেই সংস্থার দিকে তাকিয়ে আছে, সেই সংস্থাই বারাবর পাল্টাচ্ছে নিজেদের বক্তব্য। আর তাই কখনো কখনো হাসির পাত্রও হতে হচ্ছে বিশ্বের অন্যতম এই সংস্থাকে।
বাংলাবার্তার একজন পাঠক মজারছলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনাকালের বিভিন্ন বক্তব্যের ধারাবাহিকতায় কল্পনা করেছেন আগামীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য কেমন হতে পারে তার একটি নমুনা। 
জানুয়ারি: চীনের উহানে নতুন ভাইরাস হিসাবে করোনা শনাক্ত। তবে বিশ্ববাসীর উদ্বেগের কিছু নেই। এটি সাধারণ ভাইরাস; বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
 
ফেব্রুয়ারি: করোনা ভাইরাস মোটেও সাধারণ ভাইরাস নয়। তবে এটি হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় না। ঘনিষ্ঠ সংস্পর্শে এটি ছড়ায়।
 
মার্চ: করোনা ভাইরাস হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। মার্চের মাঝামাঝির দিকে এই ভাইরাসের প্রকোপ কমে যাবে।জুলাই এ পৃথিবী থেকে পুরোপুরি বিদায় নেবে এই ভাইরাস। তবে বাংলাদেশে করোনা আক্রান্ত হওয়ার সম্ভবনা খুব কম।
 
এপ্রিল: শুধু করোনা আক্রান্ত ব্যাক্তিরা মাস্ক পড়লেই চলবে। অন্যদের মাস্ক পড়ার প্রয়োজনীয়তা নেই।
মে: মাস্ক পড়লে ৯০ ভাগ করোনার ঝুঁকি কমে যায়। বাংলাদেশে করোনায় মৃত্যুর সংখ্যা তিন চার লাখ ছাড়াবে।
 
জুন: করোনা পৃথিবী থেকে কোন দিন ও নির্মূল হবে না। মানুষই করোনার একমাত্র বাহক। পানি ও বাতাসে করোনা ছড়ায় না।
 
জুলাই: বাতাসের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায়।
আগষ্ট: করোনা ভাইরাস পানিতে ও ছড়াতে পারে। ইন্টারনেটের মাধ্যমে এই ভাইরাস ছড়ায় না।
 
সেপ্টেম্বর: ইন্টারনেটের মাধ্যমে করোনা ছড়াতে পারে। করোনা আক্রান্ত ব্যাক্তির ফেইসবুক পোস্ট শেয়ার করলে করোনা ছড়ায়।
অক্টোবর: করোনা আক্রান্ত ব্যাক্তির ফেইসবুক পোস্ট শেয়ার করা ছাড়াও করোনা আক্রান্ত ব্যাক্তির প্রোফাইলে মাস্ক ছাড়া গেলেও করোনা ছড়াতে পারে।
 
নভেম্বর: শুধু ফেইসবুক নয় করোনা সংক্রান্ত নিউজ শেয়ার দিলে করোনা ছড়ায়।
ডিসেম্বর: গরুকে গোরু না লিখলে করোনা ভাইরাস ছড়ায়।

এসএস/এমএইচ/বাংলাবার্তা