ভর্তি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে যায়নি কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
সাঈদ হাসান, কুবি প্রতিনিধি
 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক/সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

 
সম্প্রতি অনলাইনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিদ্ধান্তের একটি খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। ব্যাপক সমালোচনার মুখে পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিষয়টি কে গুজব বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
 
এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে আমরা এখনও কোন সিদ্ধান্ত নেইনি। কিছুদিন আগে উপাচার্যদের মিটিংয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজেদের তৈরী একটি এপের মাধ্যমে অনলাইনে কিভাবে পরীক্ষা নেয়া যায় তার ডকুমেন্টারি দেখান। সেখানে আগে স্নাতক এবং স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষা নেয়ার পরামর্শ দেন উপাচার্যরা। কিন্তু সেটাও এখনও শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন অনুমোদন দেয়নি। ভর্তি পরীক্ষা তো অনেক দূরের বিষয়। অনলাইনে ভর্তি পরীক্ষা নেয়া হবে বিষয়টি সম্পূর্ণ গুজব।
 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে আমরা কোন সিদ্ধান্ত নেইনি। তবে সমন্বিত ভর্তি পরীক্ষার যদি কোন সিদ্ধান্ত ইউজিসি নেয় তাহলে আমরাও সেখানে যুক্ত হবো।

এসএস/এমএইচ/বাংলাবার্তা