টাকার বিনিময়ে প্রবাসীর বাড়ি গুড়িয়ে দিয়েছে ‘শাহী গ্রুপ’

চবি প্রতিবেদক:

টাকার বিনিময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট সংলগ্ন নূরুল আলমের নিজস্ব জায়গার বাড়ি রাতের অন্ধকারে উচ্ছেদ করা হয়েছে। এতে হাটহাজারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানের সম্পৃক্তা রয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে ভুক্তভোগী নুরুল আলমের স্ত্রী।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার বিষয়টি আমি শুনেছি। সেখানে আমার কোন সম্পৃক্ততা নেই।

শিল্পপতি শাহী গ্রুপের মালিক মুহাম্মদ শফি ও জয়নাল আবেদিন মিলে ছাত্রলীগকে টাকা দিয়ে এ বাড়ি গুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ রয়েছে ।

এ বিষয়টি হাটহাজারী থানাকে অবহিত করলেও কোন ব্যবস্থা নেয়নি তারা। অসহায় হয়ে পড়েছে গরীব নূরুল আলম। সারাজীবন বিদেশ কেটে বাড়ি করেছেন নুরুল আলম। কিন্তু সেই বাড়িটি গুড়িয়ে দিয়েছে ছাত্রলীগের নেতারা।

জানা যায়, শাহী গ্রুপের প্রকল্পে যাওয়ার জন্য রাস্তা না থাকায় প্রবাসীর বাড়ি ভেঙ্গে দিয়ে রাস্তা তৈরী করতে চায়। রাস্তা কিনতে প্রবাসীকে মোটা অঙ্কের টাকাও দিতে চেয়েছে। কিন্তু প্রবাসী নুরুল নিজের সারাজীবনের কষ্টার্জিত টাকা দিয়ে জমি ও বাড়ি তৈরী করেছেন। এদিকে, শাহী গ্রুপ সেই রাস্তার জন্য ৪০ লক্ষ্য টাকা বাজেট করেছে। হাটহাজারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিয়েছেন ৫ লাখ টাকা।

হাটহাজারী থানাকে কয়েকবার অবহিত করলে তারা সাড়া দেননি। পরে ৯৯৯ ফোন করে পুলিশের সাড়া পেয়েছে প্রবাসী নুরুল।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। প্রক্রিয়া চলমান আছে।

প্রবাসী নুরুল আলমের মেয়ে রিফা আক্তার অভিযোগ করে বলেন, শাহী গ্রুপের প্রকল্পে যাওয়ার জন্য রাস্তা রয়েছে। তারপরেও রাস্তার নাম দিয়ে আমাদের জমিটা তারা নিতে চায়। রাস্তা মূল বিষয় নয়, দখলটাই আসল। দশ বছর ধরে এ নিয়ে বিরোধ চলে আসছে। তারা যে ঘরটা ভেঙেছে সেখানে ভাড়াটিয়া থাকে। কিছুদিন আগেই তারা গ্রামের বাড়ি গেছে। এখন ঘর গুড়িয়ে দেওয়ায় সংকটে আছি।

তিনি বলেন, রাত দুইটার সময় বুলডোজার দিয়ে ঘরটা গুড়িয়ে দিয়েছে। অসহায় পরিবার পেয়ে মধ্যরাতে বর্বরতা চালিয়েছে। আমরা নিরাপত্তার কারণে বের হতে পারিনি। এর আগে আমাদেরকে মারধোরও করেছে।

তবে অভিযোগ অস্বীকার করে শাহী গ্রুপের অন্যতম মালিক মোহাম্মদ শফী বলেন, যারা অভিযোগ করেছে তাদের পিছনে একটা জমি কিনেছি। সেটার রাস্তা নিয়ে ঝামেলা। তবে অভিযোগ সত্য নয়। তাদের সঙ্গে কথা বলেছি।

 

এসএস/এমএইচ/বাংলাবার্তা