দরিদ্রদের সাথে ট্রাফিক উপ-পুলিশ কমিশনারের ইফতার ভাগাভাগি

হতদরিদ্রদের সাথে ট্রাফিকের উপ-পুলিশ কমিশনার ইফতার ভাগাভাগি
হতদরিদ্রদের সাথে ট্রাফিকের উপ-পুলিশ কমিশনার ইফতার ভাগাভাগি

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র ও রিকশাচালকদের সাথে ইফতার ভাগাভাগি করলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার জয়নুল আবেদীন। সোমবার (১১ এপ্রিল) নগরীর প্রবর্তক মোড় এলাকায় ডিউটিরত অফিসার, ফোর্স, ফুটপাতে বসবাসরত হতদরিদ্র ও রিকশাচালকদের সাথে ইফতার করেন তিনি।

জয়নুল আবেদীন আজকের সারাদেশকে বলেন, গরীব মানুষের কষ্ট উপলব্ধির জন্যই মাহে রমজান আসে। রোজাদার মানুষকে ইফতার খাওয়ানোর ব্যাপারে ইসলাম ধর্মে নির্দেশনা রয়েছে। তাই আজ ডিউটি চলাকালে আমার ফোর্স ও সাধারণ মানুষদের সাথে নিজের ইফতারটা ভাগাভাগি করেছি।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী হুমায়ুন রশীদ, সহকারী পুলিশ কমিশনার মমতাজ উদ্দিন, টিআই (প্রশাসন) জহুরুল হক, টিআই (প্রবর্তক) গাজী শেখ আব্দুল্লাহ ও টিআই (পাঁচলাইশ) মঞ্জুর হোসেন প্রমুখসহ অন্যান্য অফিসার।

এসএস/এমএইচ/বাংলাবার্তা