নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় অবস্থিত দেশের অন্যতম প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গাছুয়া কাটগড় ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। সেখানকার জ্যৈষ্ঠ আরবি প্রভাষক একেএম কামাল পাশার শিক্ষকতা জীবনের শেষ দিনে বিদায় সংবর্ধনা ও দোয়ার আয়োজন করেছে শুভাকাঙ্ক্ষীরা।
উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা এটিএম সালেহ, উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক ভুঁইয়া ও সদ্য বিদায়ী প্রভাষক মাওলানা রফিকুল মাওলা মোকাররম সহ শিক্ষক মন্ডলী, স্থানীয় রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ বিভিন্ন গুনীজন বক্তব্য রাখেন। ছাত্র, শিক্ষক, শুভাকাঙ্ক্ষীদের বক্তব্যে সম্মানিত শিক্ষকের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের বিভিন্ন দিক ফুটে ওঠে।
মাওলানা একেএম কামাল পাশা তার বক্তব্যে নিজের শিক্ষকতা জীবনের ভূল ত্রুটির জন্য অনুশোচনা করেন। আল্লাহ যেন এ জীবনের খেদমত কবুল করেন- এ জন্য সকলের দোয়া কামনা করেন তিনি। একেএম কামাল পাশা বলেন, ছাত্র ও শিক্ষক হিসেবে এ প্রতিষ্ঠানের সাথে আমার ৫৬ বছরের প্রাতিষ্ঠানিক সম্পর্ক আজকে শেষ হলো। তবে আগামিতেও আমি সার্বিকভাবে এ প্রতিষ্ঠানের পাশে থাকবো ইনশাআল্লাহ। পাশাপাশি ইসলামি জ্ঞান বিস্তারে ইখলাসের সাথে কাজ করে যেতে সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
এমডি/এমএইচ/বাংলাবার্তা