নিজস্ব প্রতিবেদক: হাফ ভাড়া দিয়ে সন্তুষ্ট শিক্ষার্থীরা। দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গন্তব্যে যাচ্ছেন হাফ ভাড়া দিয়ে। শনিবার (১১ ডিসেম্বর) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এমন প্রতিক্রিয়া দেখা যায়।
এর আগে গত ৫ ডিসেম্বর চট্টগ্রাম নগরে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়টি নিশ্চিত করা হয়। সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ ১১ ডিসেম্বর থেকে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফভাড়া কার্যকরের বিষয়টি ঘোষণা দেন।
শিক্ষার্থী আব্দুর রহমান ও নিয়াজ উদ্দিন দিনারের সঙ্গে কথা হয় বাংলাবার্তার, তারা হাফ ভাড়া দিয়ে বাসায় গিয়েছেন। নিয়াজ উদ্দিন বলেন, কলেজে আসতে প্রতিদিন ৫০ টাকা লাগতো। আজকে হাফ ভাড়ায় ২৫ টাকা দিয়ে বাসায় এসেছি।
চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান বলেন, শিক্ষার্থীরা হাফ ভাড়া দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন। আমরা বিষয়টি তদারকি করছি। শিক্ষার্থীদের কোন সমস্যা হচ্ছে না।
এসএস/এমএইচ/বাংলবার্তা