নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও বাংলাদেশ আওয়ামীলীগের একযুগ পূর্তি উপলক্ষ্যে আনন্দ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা এস এ বাপ্পি। শত শত নেতা-কর্মীর উপস্থিতিতে কেক কেটে এদিনটি উদযাপন করেন। এস এ বাপ্পি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।
আজ শুক্রবার ( ৮ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর ২ নং গেইট থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জয় বাংলা উদ্যানের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন টিপু।
ইকবাল হোসাইন টিপু বলেন, হাজারো নেতা-কর্মীদের প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এস এ বাপ্পির নেতৃত্বে যে আয়োজনগুলো করা হয়েছে সেগুলো দেখে সত্যি আমি আনন্দিত। বাংলাদেশ সরকারের উন্নয়নের সারথি হয়ে বাংলাদেশ ছাত্রলীগ নিরলসভাবে কাজ করে চলেছে। সামনেও দেশের সামগ্রিক উন্নয়নে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রণী ভুমিকা পালন করবে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এস এ বাপ্পি বলেন, বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে উপস্থাপন করতে জননেত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশ ছাত্রলীগের সর্বস্তরের নেতা-কর্মীরা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে বদ্ধপরিকর। বাংলাদেশে অসম্ভব অনেক কাজ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমেই সাধিত হচ্ছে। আপনারা পদ্মা সেতুর দিকে থাকালে তা বুঝতে পারবেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা মিঠু চৌধুরী, জিয়া উদ্দিন রোহান, আজাদ হোসেন সাব্বির।
এছাড়াও চট্টগ্রাম নগর ছাত্রলীগ নেতা এনামুল হক, ইমন, মোঃ রফিক, সুবহান, মোহাম্মদ পারভেজ, কৌশিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসএস/এমএইচ/বাংলাবার্তা