নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অফিসার সমিতি এর সাবেক সভাপতির এ.কে.এম. মাহফুজুল হক খোকনের হাটহাজারীস্থ ফতেপুরের ইসলামীহাটে বিলাসবহুল বাড়ি নির্মাণে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগ পাওয়া গেছে। সে অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় হাটহাজারী বিদ্যুৎ অফিস। তারা সরেজমিন এসে বিদ্যু সংক্রান্ত বেশ কিছু জিনিসপত্র জব্দ করেছেন।
এদিকে, চবি অফিসার সমিতির সাবেক সভাপতি খোকন ক্ষমতায়শালী বিভিন্ন ব্যক্তিদের দিয়ে ফোন করানোর কারণে বিদ্যুৎ অফিস মামলা নেয়নি বলে অভিযোগ রয়েছে। এনিয়ে এলাকাজুড়ে চলছে নানান সমালোচনা।
জানা যায়, খোকনের বাড়ির সামনের মসজিদের থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে মোটর চালনা,রড কাটার মেশিন ও অন্যান্য কিছু চালাচ্ছিলেন। খবর পেয়ে পিডিবি হাটহাজারী এর কর্মকর্তা ও কর্মচারীরা গিয়ে ওসব অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ,অবৈধ সংযোগে ব্যবহৃত তার ও আলামত জব্দ। মাহফুজুল হক খোকন প্রভাবশালী ও অত্র সমাজের নেতা হওয়ায় দিনে দুপুরে জনসম্মুখে ধরার পরও ওনার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে পিডিবি প্রশাসান ভয় পাচ্ছেন।
এ বিষয়ে পিডিবি কর্মকর্তারা জানান, আমরা কাউকে ভয় পাচ্ছিনা। বিষয়টি তদন্ত করে অবশই মামলা হবে।
এসএস/এমএইচ/বাংলাবার্তা