চবিতে ব্যাংকিং বিভাগের ইন্ট্রা ডিপার্টমেন্ট রিক্রিয়েশন অনুষ্ঠিত

409

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের উদ্যোগে ‘ইন্ট্রা ডিপার্টমেন্ট রিক্রিয়েশন’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) চবির উন্মুক্ত মঞ্চে দিনব্যাপী এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকিং এন্ড  ইন্স্যুরেন্স বিভাগের প্রতিষ্ঠাতা এবং সাবেক সভাপতি অধ্যাপক ড. সুলতান আহমেদ। সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক তাসলিমা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত বিভাগের সম্মানিত শিক্ষকরা।

ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের ৯ম ব্যাচের নবীন বরণের এ অনুষ্ঠান সাবেক-বর্তমানদের মিলনমেলায় পরিণত হয়। এদিন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘উন্মুক্ত মঞ্চ’ উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে শিক্ষকরা পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের প্রগতির চর্চা, ক্যারিয়ারের পাশাপাশি মনুষ্যত্বের বিকাশে উৎসাহিত করেন।

নবীনদের উদ্দেশ্যে সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি সকল বর্ষের প্রতিনিধিরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। দুপুরে বিভাগের সকল ব্যাচের অংশগ্রহণে শুরু হয় নাচ, গান, কবিতা আবৃত্তি। সাংস্কৃতিক এ পর্বের মধ্য দিয়ে শেষ হয় বর্ণাঢ্য এ আয়োজন।

এমএইচ/বাংলাবার্তা