নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি”।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সংগঠনটি শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণের পাশাপাশি শহীদদের সম্মানে ২ দিনব্যাপী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে শহীদ মিনার চত্বর ও এর আশপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ গ্রহণ করেছে। প্রায় ৫০ জন শিক্ষার্থী এ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।
পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। উদ্বোধনকালে তিনি বলেন, কোয়ান্টাম মানব সেবায় অনেক কাজ করছে। বিশ্ববিদ্যালয়ে ভাষা শহীদ স্মরণে পরিচ্ছন্নতা কর্মসূচি নতুন একটি সংস্কৃতি সৃষ্টি করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। এছাড়াও উপস্থিত ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক জেরিন আক্তার এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানিয়ার কো-অর্ডিনেশন এস এম সাজ্জাদ হোসেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোয়ান্টাম মেডিটেশন সোসাইটির আহ্বায়ক সহকারী অধ্যাপক জেরিন আক্তার বলেন “আমরা প্রতি বছর ভাষা শহীদ স্মরণে এই আয়োজন করতে চাই।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানিয়ার কো-অর্ডিনেশন এস এম সাজ্জাদ হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
এমএইচ/বাংলাবার্তা