বার্তা ডেস্কঃ
পাইকারিতে কমলেও খুচরাবাজারে এখনো বেশি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। আজ রবিবার রাজধানীসহ চট্টগ্রামের চকবাজার, বহদ্দারহাট কাঁচা বাজার,খাতুনগঞ্জসহ বিভিন্ন বাজারে ঘুরে দেখা যায় খুচরায় প্রতি কেজি দেশি পেঁয়াজ ১৭০ থেকে ১৭৫ টাকা আমদানিকৃত পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হয়।
পেঁয়াজের দাম না কমায় বিপাকে পড়েছেন ক্রেতারা। যেখানে আগে তারা পেয়াজ কিনতো কেজি প্রতি ৩০ টাকা করে সেখানে এখন কিনতে হচ্ছে ১৭৫ টাকায়।
রহিম নামের এক ক্রেতা বলেন, আমি সারাদিন রিক্সা চালিয়ে ৩০০ টাকা পেয়েছি। মাছ ও তরি তরকারি কিনতে গেছে ১৫০ টাকা শুধু পেঁয়াজ কিনতে গেছে ৮৫ টাকা। কিভাবে সংসার চালাবো আল্লাহ ভালো জানে।
কিন্তু রাজধানীতে পেঁয়াজের বড়ো পাইকারিবাজার শ্যামবাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা ও আমদানিকৃত মিয়ানমারের পেঁয়াজ ৩০ থেকে ৫৫ টাকা, ভারতীয় পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা ও মিশরের পেঁয়াজ ৪৮ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এই হিসেবে পাইকারিবাজারের তুলনায় খুচরায় পেঁয়াজের দামের ব্যবধান অনেক।
সংশ্লিষ্টরা জানান, সারাদেশে পেঁয়াজের অবৈধ মজুত ও কারসাজি করে মূল্যবৃদ্ধি ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে। যাদের কাছে দেশি পেঁয়াজের মজুত ছিল তা ছেড়ে দিচ্ছে। আমরা চাই প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করলে এসব অসৎ ব্যবসায়ীরা ভয় পাবে।
পেঁয়াজ আমদানিকারক মোঃ বশির উদ্দিন বলেন, বর্তমানে পাইকারিবাজারে পেঁয়াজের যে দাম তা থেকে খুব একটা কমার সম্ভাবনা নেই। তবে মাসখানেকের মধ্যে পেঁয়াজের দর আরো কমবে।