ক্যাম্পাস প্রতিবেদক
করোনা ঝুকি এড়াতে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) শাখা ছাত্রলীগের নেতা শফিক আনাম ও ডা. হামীম মল্লিকের নেতৃত্বে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে মাস্ক ও সচেতনতামুলক লিফলেট বিতরণ কর্মসূচী সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে দশটায় গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে মাস্ক বিতরণ করে সিভাসু ছাত্রলীগ।
ক্রমবর্ধমান করোনা সংক্রমণ ঠেকাতে ও সমাজের সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে এ কর্মসূচীর আয়োজন করে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ছাত্রলীগ নেতা শফিক আনাম বলেন, “করোনা ভাইরাস একটি প্রাণঘাতী ভাইরাস। বর্তমানে বাংলাদেশ করোনার উচ্চ ঝুকিতে রয়েছে। আমাদের উচিত সচেতন থাকা। করোনা ঝুকি এড়াতে মাস্ক ব্যবহার, বেশি বেশি হাত ধোয়া এবং গন সমাগম এড়িয়ে চলা। তারই অংশ হিসেবে আমাদের এই ছোট্ট আয়োজন।
কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন হুসাইন মুহাম্মদ এরশাদ, জুবায়ের শাওন, ওবায়দুল্লাহ, ফুয়াদ, ইয়াসিন, আরাফাত, রাইসুল, তানভীর, হারুণ,শাহারিয়ার,তুষার,সিয়াম, অংকন,রাওয়ান,শৈশব,আনন্দ,আকাশ,জয়তুসহ সংগঠনটির অন্যান্য নেতা-কর্মীরা।
এমডি/ এমএইচ/বাংলাবার্তা