নিজস্ব প্রতিবেদক:
ফাবিহা আজাদ রীতি। বয়স মাত্র ৫ বছর ৪ মাস ১৯ দিন। চট্টগ্রামের রেলওয়ে পাবলিক হাই স্কুলে শিশুর শ্রেণিতে পড়াশোনা করে সে। কিন্তু ছোট্ট ফাবিহা এবছর সবগুলো রোজা রেখেছে।
বৃহস্পতিবার পর্যন্ত তার রোজা হয়েছে ২৭টি, বাকি তিনটি রোজাও রাখবে বলে জানিয়েছে ফাবিহা।
চট্টগ্রাম নগরীর মাদারবাড়ি এলাকায় থাকে ছোট্ট ফাবিহা। বাবা আলহাজ্ব আবুল কালাম আজাদ পেশায় একজন ব্যবসায়ী।
ফাবিহা আজাদ রীতি বলেন, রোজা রেখে দারুণ ভালো লাগছে। সব রোজা রাখতে পেরে আমি অনেক খুশি। আমার কাছে সাহরি ও ইফতার খাওয়া খুব আনন্দের।
এসএস/এমএইচ/বাংলাবার্তা