লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ শনিবার বেলা ১১ টার দিকে লোহাগাড়া উপজেলা শহীদ মিনার চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে এক সাগর রক্তের বিনিময়ে বিজয় অর্জনের পর ১৯৭২ সালের এই দিনে পাকিস্তানে দীর্ঘ কারাবাস শেষে সদ্য স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের মাটিতে ফিরে আসেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার তৌসিফ আহমেদের সভাপতিত্ত্বে এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া অফিসার ইনচার্জ জাকের হোসেন মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি)পদ্মাসন সিংহ, লোহাগাড়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম, সরকারী বেসরকারি কর্মকর্তা স্কুল-কলেজের শিক্ষক রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।