নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেসব ডাক্তার সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দেবেন না, নিজে সুরক্ষিত থাকবেন তাদেরকে চাকরি করতে দেওয়া হবে না। এ পর্যন্ত কোন কোন ডাক্তার সাধারণ রোগীদের সেবা দেয়নি, আমি তাদের তালিকা চাই। যাদের মানবতা নেই, তাদের চাকরি করার দরকার নেই। প্রয়োজনে বিদেশ থেকে ডাক্তার নিয়ে এসে চিকিৎসা করা হবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে গণভবন থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, ‘সারা বিশ্বে এই ভাইরাসটা কিভাবে প্রসারিত হয়। এটা অনেকটা অংকের মতো। অন্যান্য দেশ থেকে আমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করি তাতে মনে হচ্ছে যে আমাদের দেশেও এই ধাক্কাটা এপ্রিল মাসে আরও ব্যাপক ভাবে আসার কথা। এ রকমই একটা আলামত পাওয়া যাচ্ছে। এ রকম কিছু প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি। কিছু প্রেডিকশন দেখতে পাচ্ছি।’
এমএম/ এমএইচ/ বাংলাবার্তা