মোড়ক উম্মোচনের অপেক্ষায় সাজ্জাদ হোসেনের ‘অদম্য বাংলাদেশ’ গ্রন্থের

119
চবি প্রতিনিধিঃ
 
বিশিষ্ট তথ্য প্রযুক্তিবিদ ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনের নিবন্ধ সংকলন ‘অদম্য বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উম্মোচন করা হবে।
 
আগামীকাল শুক্রবার (১৬অক্টোবর) বিকাল ৩ টায় ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ারস বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রে এ বইয়ের মোড়ক উম্মোচন করা হবে।
 
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের ডিন অধ্যাপক এ. বি. এম. আবু নোমান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। প্রধান ও বিশেষ আলোচক হিসেবে থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
 
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ উপাচার্য অধ্যাপক ড. সরোজ কান্তি সিংহ হাজারী, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উপাচার্য
অধ্যাপক ড. মো. নুরল আনোয়ার, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
অধ্যাপক ড. এ এফ ইমাম আলী, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশ চা বোর্ডের যুগ্ম সচিব(অর্থ ও বাণিজ্য) ড. নাজনীন কাউসার চৌধুরী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ চক্রবর্তী।
 
উক্ত অনুষ্ঠানে আয়োজক হিসেবে ভূমিকা পালন করছে বৈশ্বিক আইনি শিক্ষার্থীদের সংগঠন দ্যা নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস এর বাংলাদেশ চাপ্টার।
এফএম/বাংলাবার্তা